রাণীশনকৈল থানা থেকে বিছিন্ন হয়ে জন্ম নেয়া হরিপুর থানা প্রাকৃতিক বৈশিষ্ট মন্ডিত। মাত্র ৭৬ বর্গ মাইল আয়তন বিশিষ্ট উপজেলাটি পূর্বে ও পশ্চিমে দুই উপনদী কুলিক ও নাগরের মেখলা বেষ্টিত এবং উচু বেলে দো-আশ মাটি।বন্যরেখা বর্হিভূত জেলা মৃত্তিকা স্তরে বিভক্ত। যাহা ঠাকুরগাও জেলা থেকে প্রায় ৬৫ কি:মি: দূরে অবস্থিত। হরিপুর্ উপজেলা প্রত্যন্ত অঞ্চল হলেও যোগাযোগ ব্যাবস্থা অনেক ভাল।