আমাইদীঘি উপজেলা পরিষদ চত্বরের পার্শ্বে এবং ইতিহাস খ্যত ভাতুরিয়া পরগনাস্থ রাজা গনেসষের বাড়ীর ভগ্নস্থুপ ভাতুরিয়ায় অবস্থিত। ঠাকুরগাও জেলা হতে প্রায় ৬৫কি:মি: পশ্চিম ও দক্ষিণ কোণে অবস্থিত।
Details
০১। আমাইদীঘি উপজেলা পরিষদ চত্বরের পার্শ্বে অবস্থিত।
০২। ইতিহাস খ্যত ভাতুরিয়া পরগনাস্থ রাজা গনেষের বাড়ীর ভগ্নস্থুপ ।
০৩। হরিপুর সদর রবিন্দ্রনারায়ন রায় চোহরীর প্রাসাদ।
০৪। উত্তর বঙ্গের খ্যাত নব-নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পার্শ্বে অবস্থিত।